শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা বাতিলের দাবিতে আবারও রেললাইন অবরোধ শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি: [২] সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হয়নি। 

[৩] ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আবারো ঢাকা - ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

[৪] বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের  জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। এর আগে দুপুর সাড়ে ১২টায় হাইকোর্টের ওই রায় বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে থেকে একটি মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বাকৃবির কে. আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। 

[৫] এসময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে দিয়েছে শিক্ষার্থীরা। ' আপিল বিভাগের টালবাহানা, মানি না মানবো না ', শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই’ শিক্ষার্থীদের এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে বাকৃবির  আব্দুর জব্বারের মোড় সংলগ্ন রেল লাইন।

[৬] আন্দোলনরত বাকৃবির পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, আপিল বিভাগে শুনানি পেছানোর ফলে এই কোটা বহাল থেকেই যাচ্ছে। এতে করে আমরা সাধারণ শিক্ষার্থীরা তীব্র ভোগান্তিতে পড়েছি। চাকরির সার্কুলার দেয়া হলে তখন ও এই কোটায় নিয়োগ বহাল থেকে যাবে। আপিল বিভাগের নানা টালবাহানায় শুনানি যেভাবে পেছানো হচ্ছে যার প্রতিবাদে আমরা শিক্ষার্থীরা তীব্রভাবে ধিক্কার জানাই। গোটা ছাত্রসমাজ আমরা এক হয়েছি এই কোটার বিরুদ্ধে। যত দিন আমাদের দাবি আদায় না হবে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়