ইরানের কৃষি রপ্তানি ১৪০৩ ফারসি বছরে (১৯ মার্চ ২০২৫ তারিখে যা শেষ হয়) ২৯ শতাংশ বেড়েছে। গেল বছর কৃষিপণ্য রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) জানিয়েছে, ইরান গেল বছরে ৭ দশমিক ৬ মিলিয়ন মেট্রিক টন কৃষি পণ্য রপ্তানি করেছে। যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
প্রধান রপ্তানি পণ্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পেস্তা, টমেটো এবং খেজুর। পেস্তা এই খাতের সর্বোচ্চ রপ্তানি পণ্য। এই কৃষি পণ্যটি থেকে দেড় বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছে। এরপরে টমেটো থেকে আয় হয়েছে ২৩৩ মিলিয়ন ডলার এবং খেজুর থেকে ২০৫ মিলিয়ন ডলার।
আইআরআইসিএ এর পরিসংখ্যান ও তথ্য প্রক্রিয়াকরণ বিভাগের মহাপরিচালক হামিদ বায়াত জানান, ১৪০৩ সালে ইরান ১৮৪ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ২১৪ দশমিক ৩ মেট্রিক টন জাফরান রপ্তানি করে। সূত্র: তেহরান টাইমস