চলতি মাসের প্রথম ১২ দিনে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল প্রথম বারো দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫৯ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
এতে বলা হয়, এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয় সংগ্রহে ইতিহাস গড়ে। ওই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি বা ৩.২৯ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসেবে প্রতিদিন প্রায় ১১ কোটি ডলার করে রেমিট্যান্স এসেছে। এর আগে যা আর কখনো দেখা যায়নি।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অর্থ পাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে খোলাবাজারের মতোই রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে ব্যাংকগুলোতেও। এসব কারণে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি, যা গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসেবে গত অর্থবছরের চেয়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪০০ কোটি ডলার।