শিরোনাম
◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য ◈ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ◈ মুক্তির পরও আয়নাঘরে বন্দীরা এখনো আতঙ্কে ! ◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাকান আর্মির বাধায় তিন মাস ধরে বন্ধ ইয়াঙ্গুন-টেকনাফ পণ্য আমদানি, রাজস্ব ঘাটতি ২৪৮ কোটি টাকা

টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর জানান, টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছেন। কিন্তু গত এক বছর আগে শুরু হওয়া মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও দেশটির জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সীমান্ত- বাণিজ্য বড় ধরনের ধস পড়েছে। এতে বন্দরের ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত,  সেই সঙ্গে সরকারও কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন।

মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির বাধায় দেশটির ইয়াঙ্গুন শহর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের গত ৩ মাস ধরে পণ্য আমদানি বন্ধ। তবে সীমিত পরিসরে রাখাইনের মংডু শহর থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তবে ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমদানি করতে হলে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হবে বলে জানান আমদানি কারকরা।

তিনি আরও বলেন, রাখাইনে চলমান যুদ্ধের মধ্যেও কিছুটা পণ্য আমদানি ও রপ্তানি করা যেতো। মাঝে মধ্যে বন্ধ হয়, আবার শুরু হয়।এভাবে চলছে। সর্বশেষ গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ৩ টি পণ্যবাহী জাহাজ ইয়াঙ্গুন শহর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে আরাকান আর্মি নাইক্ষ্যং দিয়া তাদের সীমান্তে আটকে দেন। এরপর থেকে ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রাখাইনের মংডু শহর থেকে সীমিত পরিসরে  কাঠ আসতেছে, তবে সেখান থেকে তেমন বাধা হচ্ছে না।

এহেতাশামুল হক বলেন, যদি আমরা ইয়াঙ্গুন শহরের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করতে না পারি তাহলে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বো। সে সঙ্গে সরকারও কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। আমরা মিয়ানমার থেকে পণ্য আমদানি করার সময় দেশটির সরকারকে ট্যাক্স দিচ্ছি। কিন্তু আবার আরাকান আর্মিকে কি করে ট্যাক্স দিব। যদি তারাই উভয়ে যদি ঐক্যমত্য একটি সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের জন্য আর কোন সম্যসা হচ্ছে না।

টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইনের সংঘাত ও রাখাইনের সীমান্ত আরাকান আর্মির দখলে যাওয়ার কারনে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য ধস পড়েছে। গত তিন মাসে ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমাদানি বন্ধ।  

এর মধ্যে গত অর্থ বছর ২০২৩-২৪ রাজস্ব -৪০৪ কোটি জুলাই ২০২৩-মার্চ ২০২৪, রাজস্ব -৩৫৬ কোটি, অর্থ বছর ২০২৪-২৫ (মার্চ পযর্ন্ত) রাজস্ব আদায় -১০৮ কোটি, এবং তুলনামুলক ঘাটতি -২৪৮ কোটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়