শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

শিল্পবান্ধব বাজেট চেয়ে এনবিআরকে ১১৪ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট যেন বাস্তবভিত্তিক, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়নমুখী হয়, সেই প্রত্যাশা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে মোট ১১৪টি সুপারিশ তুলে ধরেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এই প্রাক-বাজেট মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম উইমেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, কক্সবাজার ও রাঙামাটি চেম্বারসহ নানা পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য, রাজস্ব বোর্ডের সব কার্যক্রম সহজ ও শতভাগ অনলাইনভিত্তিক করা। ইতোমধ্যে অনেক কিছু শুরু হয়েছে। তবে বন্ড ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা আনাসহ কিছু কিছু জায়গায় বাধা রয়ে গেছে। তিনি বলেন, লাইসেন্স, পারমিট, রিটার্ন জমা দেওয়া, ভ্যাট অডিট সবকিছু যাতে ঘরে বসেই করা যায়, সে দিকেই যাচ্ছি। তবে ট্যাক্স রেভিনিউ বাড়ানো ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। কর ফাঁকি রোধ আমাদের অগ্রাধিকার। আপনাদের যুক্তিসংগত দাবি অবশ্যই বিবেচনায় আনা হবে।

চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি আবিদা সুলতানা বলেন, এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নারীরা ব্যবসায় আসছেন। তবে তারা এখনও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। বাজেটে তাদের জন্য বিশেষ সহায়তা ও ট্যাক্স-ভ্যাটে ছাড়ের ব্যবস্থা থাকা জরুরি।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, আমদানি ও রপ্তানির কাজে ব্যবহৃত মেশিনারিজে বিপুল হারে ট্যাক্স-ভ্যাট দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এই জায়গায় ছাড় না দিলে ব্যবসা টেকসই হবে না।

চিটাগং চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশে এখনো প্রায় ৫৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। ভ্যাটের হার এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়। সরাসরি ট্যাক্সও সহনীয় করতে হবে।

বিজিএমইএ’র সাবেক প্রথম সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবারই প্রাক-বাজেট সভায় আমরা কথা বলি, কিন্তু বাজেটে তার প্রতিফলন দেখা যায় না। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি অডিট সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত  করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির সভাপতি একরামুল করিম, চেম্বারের সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক পরিচালক আমজাদ চৌধুরী, ব্যবসায়ী নেতা বেলাল আহমেদ, রাঙামাটি চেম্বারের সভাপতি মামুনুর রশীদ ও কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়