শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রাজস্ব আয়ের প্রধান উৎস ভ্যাট ও ইনকাম ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : রাজস্ব আয়ের প্রধান উৎস ইনকাম ট্যাক্স ও ভ্যাট হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। শনিবার গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিড ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত রাজস্ব আয়বিষয়ক সেমিনারে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) আদায়ের আওতা বাড়াতে কাজ করছে এনবিআর। রাজস্ব আয়ের প্রধান উৎস হবে ইনকাম ট্যাক্স ও ভ্যাট। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। তিনি বলেন, বিগত বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল। যে কারণে ঋণের পরিমাণ বেড়েছে।

অতীতে ট্যাক্স আদায়ে পলিসি লেভেলে জোর দেয়া হলেও বাস্তবায়নে জোর দেয়া হয়নি অভিযোগ করে মো. আব্দুর রহমান বলেন, আয়কর, ভ্যাট ও কাস্টমকে অটোমেশন করতে উদ্যোগ নিয়েছে এনবিআর। এটি বাস্তবায়ন হলে ট্যাক্স নিয়ে ভীতি কমবে। ভবিষ্যতে আর অফলাইন রিটার্ন নেয়া হবে না।

তিনি বলেন, ট্যাক্স যারা ফাঁকি দেয়, তাদেরকে তদারকির আওতায় আনা হবে এবং যারা ট্যাক্স দেয় তারা হয়রানির শিকার হবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়