শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০১:২৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

রোহিঙ্গাদের সাহায্যের কাটছাঁট এড়াতে জরুরি তহবিল চায় জাতিসংঘের খাদ্য সংস্থা

রয়টার্স: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার বাংলাদেশের কার্যক্রমের জন্য জরুরি তহবিলের আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে যে, তহবিলের ঘাটতি বিশ্বের বৃহত্তম শরণার্থী আশ্রয়স্থলে রোহিঙ্গাদের জন্য রেশন সীমিত করবে। এর আগে রয়টার্স বুধবার জানায় যে, তহবিল নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর এপ্রিল মাসে জাতিসংঘকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য রেশন ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করতে হবে।
ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী মার্কিন বৈদেশিক সাহায্য কমানোর সিদ্ধান্তের কারণে এই হ্রাস করা হয়েছে কিনা তা ডব্লিউএফপি স্পষ্ট করে না বললেও, একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, সম্ভবত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটে শীর্ষ দাতা ছিল। 

ডব্লিউএফপির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা তাদের বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। খাদ্য সহায়তায় যেকোনো হ্রাস তাদের আরও ক্ষুধার মধ্যে ঠেলে দেবে এবং বেঁচে থাকার জন্য মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য করবে। ডব্লিউএফপি জানিয়েছে যে সম্ভাব্য রেশন কাটছাঁট সম্পর্কে তারা ইতিমধ্যেই রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে যোগাযোগ শুরু করেছে।

বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমারে ২০১৬ এবং ২০১৭ সালে সহিংস নির্যাতিত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার জনাকীর্ণ শিবিরে আশ্রয় দিচ্ছে, যেখানে তাদের চাকরির সুযোগ বা শিক্ষার সুযোগ সীমিত। 

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের রাখাইনে ক্রমবর্ধমান ক্ষুধার কারণে গত বছর বাংলাদেশে আসা ৭০,০০০ রোহিঙ্গার বেশিরভাগই দেশত্যাগ করেছেন। মার্চ মাসে তহবিল কাটা পবিত্র রমজান মাসে শুরু হয় এবং ডব্লিউএফপি’র ধারণা যে এপ্রিল মাসে পূর্ণ রেশন সরবরাহের জন্য ১৫ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়