শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল

ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৯ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। আর সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে ফেব্রুয়ারিতে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার, ৩০ কোটি ৫৫ লাখ ২০ হাজার, ১৮ কোটি ৩৮ লাখ ৭০ হাজার, ১৪ কোটি ১১ লাখ ১০ হাজার, ১২ কোটি ৩৭ লাখ ২০ হাজার, ১১ কোটি ১১ লাখ ২০ হাজার, ১০ কোটি ৩০ হাজার ও ৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
 
ফেব্রুয়ারিতে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২২ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭২ কোটি ৭৪ লাখ ডলার, সিলেট বিভাগে ২০ কোটি ৭৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১০ কোটি ৭৫ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৭৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৮ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৫০ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
 
এদিকে, ফেব্রুয়ারি মাসে দেশে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ লাখ ৪০ হাজার ডলার।
  
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ফেব্রুয়ারির ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।

২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।  এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়