শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাজারে প্রবাহ বাড়ায় ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে

বাজারে ডলারের প্রবাহ বাড়ায় ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার কারণে এর ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমে এসেছে। আগে এ খাতে ব্যবধান ছিল ২ টাকার বেশি। এখন তা এক টাকার নিচে নেমেছে। 

ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করছে ১২২ টাকা করে। কিনছে ১২১ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে ১২১ টাকার মধ্যে কিনে ১২২ টাকার চেয়ে কম দামে বিক্রি করছে।

আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনতে ১১৯ থেকে ১২০ টাকা করে। ওইসব ডলার বিক্রি করত ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা করে। এতে বিশেষ করে রপ্তানিকারক, প্রবাসী ও আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতো। 

কারণ রফতানিকারকরা ও প্রবাসীরা ডলার এনে দাম কম পেত। আবার আমদানি করতে উদ্যোক্তারা বেশি দামে ডলার কিনত। ফলে আমদানির পণ্যের মূল্য বেশি পড়ত।

বিশেষ করে রপ্তানিকারকদের বেশি ক্ষতি হতো, কারণ তারা কম দামে রপ্তানি আয়ের ডলার বিক্রি করে বেশি দামে কাঁচামাল আমদানির জন্য ডলার কিনতে হতো। এতে প্রতি ডলারে তাদের ২ টাকার মতো বেশি দিতে হতো।

সম্প্রতি বাজারে ডলারের প্রবাহ বেড়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ও আমদানির আড়ালে টাকা পাচার করায় বাজারে এর জোগান বেড়েছে। এতে দাম কমেছে।

তবে ব্যাংকগুলোতে নগদ ডলার এখনও বেশি দামে বেশি বিক্রি হচ্ছে। ৩৪টি ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ১২৩ টাকা করে। কৃষি ব্যাংক বিক্রি করছে ১২৪ টাকা করে। অন্য ব্যাংকগুলো ১২২ টাকা থেকে এর বেশি দামে ডলার বিক্রি করছে। খোলা বাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৪ থেকে ১২৫ টাকা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়