শিরোনাম

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ। আর সার্বিক খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। তবে বেড়েছে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, গত জানুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও কমতির দিকে। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। জানুয়ারি মাসে যেটি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
 
এদিকে, জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫১ শতাংশে।

এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৫ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৭ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়