শিরোনাম
◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামোটর মোড় অবরোধ (ভিডিও) ◈ ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইলো আফগানিস্তান ◈ বিএনপির ‘বিশেষ বর্ধিত সভা’ কাল, ১০টায় শুরু হয়ে চলবে রাত পর্যন্ত, তারেক রহমান নির্বাচনী নির্দেশনা দিবেন ◈ চার পদ ঠিক রেখে জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত ◈ উপদেষ্টা থাকাকালে আয়-ব্যয়ের হিসাব দিলেন নাহিদ ◈ আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী : আব্দুল কাদের ◈ বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিলেন র‌্যাবের তৎকালীন সিও (ভিডিও) ◈ সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বুয়েট ভিসি (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : গত ডিসেম্বর ২০২৪ শেষে খেলাপি ঋণ ৩ লাখ ৪৫  হাজার ৭৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ১৩২ কোটি টাকা। আর ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, নিয়মনীতি সঠিকভাবে পালন করার কারণে এখন তা খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে।

গভর্নর বলেন, খেলাপি ঋণ বেড়েছে। আমি আগেই বলেছিলাম, খেলাপি ঋণ বাড়বে। তবে এখনো খেলাপি ঋণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। তিনি আশ্বস্ত করেন, ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে আদায় অযোগ্য ঋণ ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা।

সূত্র মতে, ডলার সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ঋণের দারস্ত হয় বাংলাদেশ। ৪৭০ কোটি ডলার ঋণের তিনটি কিস্তি পেয়েছে, বাকি চার কিস্তি শর্ত পূরণ সাপেক্ষে ধাপে ধাপে দেবে সংস্থাটি। এর মধ্যে অন্যতম ২০২৬ সালের মধ্যে বেসরকারি খাতে খেলাপি ঋণ ৫ শতাংশ এবং সরকারি ব্যাংকে ১০ শতাংশের নিচে নামাতে হবে।

সর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্বশেষ ২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ ৪২ দশমিক ৮৩ শতাংশ, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ৪০ দশমিক ৩৫ শতাংশ। বেসরকারি ব্যাংকে ১৫ দশমিক ৬০ শতাংশ, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ১১ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ খেলাপি ঋণের হারও নির্ধারিত মাত্রার অনেক উপরে।
২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এর পর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন, তৎকালীন সরকারের ছত্রচ্ছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, যার একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে।

তথ্য অনুযায়ী, তিন মাসে (২০২৪ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর প্রান্তিক) খেলাপি ঋণ ৬০ লাখ ৭৮৭.৫৫ কোটি টাকা বা ৩ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা; যা মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯ শতাংশ। সেই হিসেবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, এতদিন খেলাপির একটি বড় অঙ্ক গোপন করে রাখা হতো। সব সময় হিসাবের মারপ্যাঁচে সঠিক আড়াল করে প্রকাশ করা হতো। এখন সঠিক তথ্য প্রকাশ করছে, তাই খেলাপি বাড়ছে। এটা আগামীতে আরও বাড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে কিন্তু কমানোর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়