শিরোনাম
◈ সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ◈ নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই বিক্ষোভ-হাতাহাতি (ভিডিও) ◈ খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা (ভিডিও) ◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব ◈ চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত ◈ জুলাই আন্দোলনে আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এবার ২৯ মিলিয়ন ডলার অর্থের নজরদারির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ট্রাম্প

মনজুর এ আজিজ : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।

জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়