নিজস্ব প্রতিবেদক : সিটিজেনস ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি সিটিজেন্স ব্যাংকে যোগদানের পূর্বে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :