শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন: শীর্ষে থাকা ভারত এখন ৪র্থ, শীর্ষে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা জটিলতার কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ছয় মাসের ব্যবধানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত চতুর্থ স্থানে নেমেছে।

ডিসেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। 

২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে ৪৯১ টাকা। আগের মাস নভেম্বরে খরচের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাড়লেও ভারতে এ খরচ কমেছে।

গত বছরের জুনে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছিল ৯২ কোটি টাকা বা মোট খরচের ১৭.৫৬ শতাংশ। ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনে ভারতের অবস্থান ছিল প্রথম।

এরপর গত অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছে ৫৩ কোটি টাকা বা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই মাসে ভারতে বাংলাদেশিদের অবস্থান নেমে এসেছে তৃতীয়।

সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা—যা ছিল মোট খরচের ৮.১৩ শতাংশ।

একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান টিবিএসকে বলেন, '২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেন কমার একটি কারণ হলো ভারতের ভিসা প্রাপ্তিতে চলমান জটিলতা। এই সমস্যা না থাকলে লেনদেনের পরিমাণ আরও বেশি হতো।' বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়