শিরোনাম
◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব   মো. জসীম উদ্দিন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুসেন ম্যাগরামানে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়,  বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবকিছু পর্যালোচনা করে। তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ওপর সন্তুষ্টি প্রকাশ করে। গত তিন বছরে দুই দেশের মধ্যে ৬ থেকে ২২টি সমঝোতা স্মারক সই করা হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বেড়েছে।

রাষ্ট্রদূত জসীম উদ্দিন জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য উভয় দেশে গঠিত জ্বালানি বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অবিলম্বে কাজ শুরু করার ওপরে জোর দেন।

রাষ্ট্রদূত জসিম পরে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়