শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব নিয়ে ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি বিচ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন-জ্বালানিসহ বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি বিচ। বৃহস্পতিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সৌজন্যে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে তিনি জানান, আমেরিকার নেতৃত্বে পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনট্রি বিচ একদিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে বিডার মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারাও এতে অংশ নেন। 

জেনট্রি বিচ জানান, বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিতে আমি বাংলাদেশে এসেছি। আমরা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চাই। পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসায় বাংলাদেশসহ সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সুযোগ তৈরি হয়েছে যা কাজে লাগাতে চাই।

মধ্যাহ্নভোজে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জেনট্রি বিচ। তাহের বলেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাসিলিটি কি আছে সেটা স্টাডি করার জন্য, তারা মূলত মিনারেলস, এক্সপ্লোরেশন অব গ্যাস এসব ব্যাপারে বেশি ইন্টারেস্টেড।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জেনট্রি বিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়