শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবারের মান এবং দাম নিয়ে অসন্তুষ ক্রেতা ও দর্শনার্থীরা। মেলায় গিয়ে দ্বিগুণ দামে মানহীন খাবার কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ তাদের। 

ক্রেতা ও দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও দাম গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

কাচ্চি দাবি করা হলেও নেই চিরচেনা গুণ ও স্বাদ। আধাসিদ্ধ মুরগির চাপ। বাটার নানে নেই মাখনের ছিটেফোঁটা। এমন চিত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলা খাবারের দোকানে।

ক্রেতা-দর্শনার্থীর অভিযোগ, ঘুরতে এসে বাধ্য হয়ে চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার। হোটেলের খাবারের তুলনায় কয়েকগুণ বেশি দাম রাখা হচ্ছে এসব দোকানে।
 
খাবারের মান নিয়ে ক্রেতা বিক্রেতার কাছে অসন্তুষ্টি জানালে তাকে টাকা ফেরত দেওয়া হয়। 

জানা যায়, মানে পিছিয়ে থাকলেও দামের বেলায় দুই ধাপ এগিয়ে খাদ্যপণ্যগুলো। মূল্য তালিকায় প্রতিটি খাবারের দ্বিগুণ দাম লিখে রাখা হয়েছে। পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে দিতে হবে বাড়তি ৫ টাকা করে। যদিও মানের দিকটা হালকাভাবেই দেখেন মালিকপক্ষ। আর দামের দায় চাপিয়ে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর।
 
ব্যবসায়ীরা বলেন, ভুলত্রুটি অবশ্যই আছে। তবে খাবারের মান খারাপ নয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দামেই খাবার বিক্রি হচ্ছে। নেওয়া হচ্ছে না বাড়তি টাকা।
 
এদিকে সঙ্গতকারণেই দ্বিগুণ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, মেলা প্রাঙ্গণের খাবারের দাম কিছুটা বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ দোকান ভাড়া, পরিবহন ও শ্রমিক খরচ বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে।
 
তবে মেলা প্রাঙ্গণে খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হয় বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সচিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়