শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার

বিদায়ী ২০২৪ সালের নভেম্বর–ডিসেম্বর সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল বাবদ ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ হিসাব অনুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আমদানি বিল পরিশোধ করা হয়। তার আগে এ দিন রিজার্ভের পরিমাণ ছিল ২১.৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য একটি ইংরেজি দৈনিকের কাছে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রতি দুমাস পরপর আকু'র বিল পরিশোধ করে থাকে। তবে বৃহস্পতিবারের আকু পেমেন্টের পর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৪.৯ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

নভেম্বর–ডিসেম্বর মাসে আকুর আওতাধীন দেশগুলোর সঙ্গে আমদানি আগের দুই মাসের তুলনায় ১১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে বাংলাদেশের। এটি ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার স্থিতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন ব্যাংকাররা।

এর আগে, সেপ্টেম্বর–অক্টোবর মাসে আকু'র ১.৫ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী কমে দাঁড়িয়েছিল ১৮.৪৬ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, আকু একটি তেহরান-ভিত্তিক সংস্থা। এটি ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এ ৯টি সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানি দায় নিষ্পত্তি করে। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়