শিরোনাম
◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও) ◈ ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ কনটেন্ট ক্রিয়েটর কাফির (ভিডিও) ◈ প্রথম চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, লক্ষ্য সম্পর্ক জোরদার ◈ আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার ◈ খুব সহজেই ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলাদিনের চেরাগ নেই যে, সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা (ভিডিও)

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যা সাময়িক উল্লেখ করে তিনি বলেন, হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে, সুইচ দিলে কালই বাজার ঠিক হয়ে যাবে।

তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ মন্তব্য করেন।

চালের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যেগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বশিরউদ্দীন বলেন, আমদানিকে উদার করা হয়েছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি শুরু হলেই যদি কেউ অনায্যভাবে মজুত করে থাকে, তাহলে তারাও ছাড়তে বাধ্য হবে। বাজারেও দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। 

এ সময়ের মধ্যেই তো অসাধু ব্যবসায়ীরা শত শত কোটি টাকা হাতিয়ে নেবে, এমন প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, 'আমার কাছে মনে হচ্ছে বিষয়টি সাময়িক। কোনো আলাদিনের চেরাগ নেই যে, আপনি সুইচ দিলেন আর কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে।'

তিনি আরও বলেন, চালের মজুতে কোনো সমস্যা নেই। তারপরও খাদ্য মন্ত্রণালয় ভারতের পাশাপাশি পাকিস্তান ও মিয়ানমার থেকে কয়েক লাখ টন চাল আমদানি করছে। এছাড়া নিম্ন-আয়ের মানুষকে স্বস্তি দিতে ওএমএস ও টিসিবির কার্যক্রম বাড়ানো হচ্ছে। উৎস: বিজনেস স্যান্ডার্ড ও দীপ্ত টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়