শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্সের ডলার বা প্রবাসী আয় না কেনার নির্দেশ’

দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্সের ডলার বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ মঙ্গলবার) ১৩টি ব্যাংকের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে ফোন পাওয়ার পর ডলারের দাম একদিনের ব্যবধানে ৩ থেকে ৪ টাকা কমে গেছে। মঙ্গলবার অধিকাংশ ব্যাংকই ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও কয়েকটি ব্যাংক ১২৪ টাকা পর্যন্ত রেট অফার করছে বলে অভিযোগ করেছেন বেশকিছু ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংক ও বেসরকারি ব্যাংকের একাধিক ট্রেজারি প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে গত দুই বছর ডলারের বাজারে অস্থিরতা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত সপ্তাহে হঠাৎ ডলারের বাজার অস্থির হতে শুরু করে।

ব্যাংকাররা জানান, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় পরিশোধে সরকারি কয়েকটি ও বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাস আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকগুলোও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়।

তবে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় ১৩টি ব্যাংককে চিহ্নিত করে। সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১১টি ব্যাংক ছিল। এরপর ব্যাংকগুলো রেমিট্যান্স দর কমিয়ে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি এক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমাদের অনেক পেমেন্টের মেয়াদ ডিসেম্বর করা হয়েছিল। তাই এই মাসে ডলারের চাহিদা বেশি। ব্যাংকগুলো পেমেন্ট যথাসময়ে পরিশোধের জন্য বাড়তি দামে রেমিট্যান্স কিনেছিল। তবে এখন বাংলাদেশ ব্যাংক ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার জন্য মৌখিকভাবে জানিয়েছে। পেমেন্টের চাপ থাকার কারণে ডলার রেট বাড়ানো হয়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়