শিরোনাম

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৮ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ইলামে বছরে ১৫শ টন মধু উৎপাদন

ইরানের ইলাম প্রদেশের কৃষি বিভাগের উপপ্রধান সাহরিফ খোদামোরাদি বলেছেন, তার প্রদেশে বছরে প্রায় দেড় হাজার টন মধু উৎপাদিত হয়।

তিনি বলেন, ইলাম প্রদেশে ১ লাখ ৯০ হাজার মৌমাছি কলোনি সহ ১ হাজার ৯শ’টি এপিয়ারি রয়েছে।

সাহরিফ বলেন, প্রদেশে এপিয়ারির এই সংখ্যা ৬ হাজারেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে।

ইরানের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, দেশটির মাথাপিছু মধু উৎপাদন দাঁড়ায় ১ দশমিক ৪১৫ কিলোগ্রাম।

প্রাণিসম্পদ পণ্য বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ-ইব্রাহিম হাসান-নেজাদও জানিয়েছেন, দেশের মাথাপিছু মধুর ব্যবহার ১ দশমিক ৩৯৭ কিলোগ্রাম।

তিনি আরও বলেছেন, দেশের মৎস্য খামারে ১ লাখ ৫৫ হাজার লোক কাজ করছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত তথ্যমতে, ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম মধু উৎপাদনকারী দেশ। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়