মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বাজারের সিন্ডিকেট এখনো আছে। হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে, আমরা চেষ্টা করে যাচ্ছি তা নিয়ন্ত্রণের।’
আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট খাদ্য ও শস্য মেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
আধুনিক খাদ্য উৎপাদনের নামে সার আর কীটনাশক ব্যবহার করে বীজ নষ্ট করে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, ‘পাহাড়ে জুম চাষের জমিতে তামাক চাষ করা হচ্ছে। এতে নিয়ন্ত্রণ আনা জরুরি।’
উপদেষ্টা বলেন, তামাক চাষ পুরো বন্ধ না করা গেলেও নিয়ন্ত্রণ করতে হবে।
ফিডে এখনো বিষাক্ত কিছু রয়ে গেছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, তবে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে।
আপনার মতামত লিখুন :