শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ।  

আইএমএফের হিসাব অনুযায়ী, এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে ১৯ দশমিক ২০ বিলিয়ন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মোট রিজার্ভ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আছে।

এদিকে  চলতি মাস ডিসেম্বরে বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঋণ পেলে ডিসেম্বরের মধ্যেই রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। তখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম৬ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত এক মাসে প্রবাসী আয় ও রপ্তানি আয় বেড়ে যাওয়ায় ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে রিজার্ভ।

রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ‘রিজার্ভ চলমান প্রক্রিয়া। একবার কমবে, আবার বাড়বে। তবে এখন প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক, রপ্তানি আয় বেড়েছে। আশা করছি, শিগগিরই ২০ বিলিয়ন ডলারে রিজার্ভ উন্নীত হবে।’ উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়