শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ।  

আইএমএফের হিসাব অনুযায়ী, এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে ১৯ দশমিক ২০ বিলিয়ন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মোট রিজার্ভ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আছে।

এদিকে  চলতি মাস ডিসেম্বরে বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঋণ পেলে ডিসেম্বরের মধ্যেই রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। তখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম৬ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত এক মাসে প্রবাসী আয় ও রপ্তানি আয় বেড়ে যাওয়ায় ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে রিজার্ভ।

রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ‘রিজার্ভ চলমান প্রক্রিয়া। একবার কমবে, আবার বাড়বে। তবে এখন প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক, রপ্তানি আয় বেড়েছে। আশা করছি, শিগগিরই ২০ বিলিয়ন ডলারে রিজার্ভ উন্নীত হবে।’ উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়