শিরোনাম

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠালেন এবি ব্যাংকের এমডি

ডেস্ক রিপোর্ট : বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি তারিক আফজাল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে কানাডা থেকে রোববার (৮ ডিসেম্বর) ই-মেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তার পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকে জানানো হবে বলে ব্যাংকটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ছুটি শেষে আজ আফজালের যোগদানের কথা ছিল। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।


তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন। এর আগে তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানর এমডিসহ উচ্চপদস্থ পদে কর্মরত ছিলেন।

২০১৯ সালে এবি ব্যাংকের এমডি হয়ে তারিক আফজাল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এ সময় তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য হন। ফলে এবি ব্যাংকের অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকও নিশ্চুপ থাকে। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এরপর গত মাসে ১৫ দিনের ছুটি নিয়ে আফজাল করিম কানাডায় চলে যান। রোববার (৮ ডিসেম্বর)  ওই ছুটি শেষ হওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়