শিরোনাম
◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:১৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে।

জুয়েলার্স সমিতি সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। বর্তমান দামের আগে সেটিই ছিল দেশে সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৫ হাজার ৬৪৫ টাকা।

আজ শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।

আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে। ‍উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়