শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব হিসাব-নিকাশ পাল্টে দিবে স্বর্ণের নতুন করিডর , স্বর্গরাজ্য হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ 

ইউরোপকে টপকে বিশ্ববাজারে স্বর্ণের নতুন করিডর হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। আর এর কেন্দ্রস্থল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। অর্থনৈতিক জোট ব্রিকসভুক্ত সদস্যদের মধ্যে নতুন অর্থনৈতিক করিডোর চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের বৈশ্বিক বাজারে নতুন এই কেন্দ্রস্থল দখলের লড়াইয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আমিরাত। এই বছরই আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দেয় দেশটি। 

উপসাগরীয় শীর্ষ ধনী দেশ আমিরাত ইতোমধ্যে বিশ্ব বাজারে দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রস্থল। গত বছর (২০২৩ সাল) যুক্তরাজ্যকে পেছনে ফেলে প্রথমবারের মতো তৃতীয় অবস্থান থেকে উতরে দ্বিতীয় স্থান দখল করে আমিরাত। এখন পর্যন্ত এই তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। যা শিগগিরই হারাতে হবে আমিরাতের দাপটের কাছে। খবর গালফ নিউজের। 

দুবাই মাল্টি কমোডিটিজ সেন্টার (ডিএমসিসি)-এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতকে ঐতিহ্যবাহী স্বর্ণের বাণিজ্যিক কেন্দ্রগুলোর অন্যতম ‘বিকল্প’ হিসেবে গড়ে তোলা হবে। এই শক্তিশালী জোটভুক্ত শীর্ষ অর্থনীতির দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

ডিএমসিসি-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সিইও আহমেদ বিন সুলাইয়েম বলেন, 'আমরা মূল্যবান ধাতুর বাজারে ঐতিহাসিক পরিবর্তন প্রত্যক্ষ করছি। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কেনা শুরু করেছে এবং অনেক দেশ মার্কিন ডলারের ওপর তাদের নির্ভরতা পুনর্বিবেচনা করছে।' 

তিনি আরও বলেন, 'আমরা এশিয়ার মধ্যে স্বর্ণের একটি নতুন করিডোরের যাত্রা শুরু হতে দেখতে পাচ্ছি, যার কেন্দ্রে রয়েছে দুবাই। যা গত বছর আমিরাতকে বিশ্বে স্বর্ণের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।' 

দুবাই এবং আমিরাতের উর্ধ্বমূখী অবস্থান: এখানে কয়েকটি বিষয় সক্রিয় ভূমিকা রেখেছে যা দুবাই এবং আমিরাতকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এর ফলে দেশগুলোর মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে যাবে। ব্রিকস জোটের সম্প্রসারণ যেখানে সৌদি আরবও নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে। আসন্ন স্বর্ণের বাজারে অভূতপূর্ব পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি।

বিশ্বব্যাপী স্বর্ণের বাণিজ্যে পরিবর্তন: আমিরাতের বর্তমান স্বর্ণের বাণিজ্যের পরিমাণ ১২,৯০০ কোটি ডলারের বেশি। বাণিজ্যিক মহলে ধারণা করা হচ্ছে, ব্রিকসের মাধ্যমে বাণিজ্যে চলমান ধারা এবং সদস্য দেশগুলোর মধ্যে পণ্য চলাচলে পরিবর্তন আসবে।  চীন এবং ভারত, যারা বিশ্বের প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের ভোক্তা যারা ব্রিকসের সদস্য। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়