শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০১:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাজিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার মডেল নম্বর ৭৪০ই।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ২০২০ সালের ৩ মে চট্টগ্রামের নাগোয়া করপোরেশন নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের ওই গাড়িটি ছাড় করে। তবে তখন গাড়ির ঘোষণাপত্রে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের গাড়ির কথা উল্লেখ করা হয়। যা মূলত কাস্টমস আইন, ২০২৩ এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারার লঙ্ঘন ও একই আইনের ২ (২৪) অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য অপরাধ।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি বুধবার তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে জব্দ করা গাড়িটি শুল্ক গুদামে জমা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়