শিরোনাম
◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০১:৩৬ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাজিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার মডেল নম্বর ৭৪০ই।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ২০২০ সালের ৩ মে চট্টগ্রামের নাগোয়া করপোরেশন নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের ওই গাড়িটি ছাড় করে। তবে তখন গাড়ির ঘোষণাপত্রে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের গাড়ির কথা উল্লেখ করা হয়। যা মূলত কাস্টমস আইন, ২০২৩ এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারার লঙ্ঘন ও একই আইনের ২ (২৪) অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য অপরাধ।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি বুধবার তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে জব্দ করা গাড়িটি শুল্ক গুদামে জমা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়