শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক

তারল্য সংকটে ভুগতে থাকা ছয় দুর্বল ব্যাংককে এক হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে সবল তিন ব্যাংক। সবল-দুর্বল ব্যাংকের চুক্তির আওতায় এই অর্থসহায়তা দিচ্ছে সবল তিনটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর গত বুধবার এই তহবিল স্থানান্তর করা হয়।

ঋণ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। ঋণ দিয়ে সহায়তা করা ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।

ঋণ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ রোববার (২০ অক্টোবর) এনটিভিকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও কিছু ব্যাংক এ সহায়তা পাবে। এ বিষয়ে আলোচনা চলছে।

জানা যায়, এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৩২০ কোটি টাকা। এর মধ্যে ২২০ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক ও ১০০ কোটি টাকা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। 
সোস্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক ২০০ কোটি এবং ডাচ বাংলা ব্যাংক ১০০ কোটি টাকা দিয়েছে। ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৯৫ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে ২০ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৭৫ কোটি টাকা। উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়