শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক

তারল্য সংকটে ভুগতে থাকা ছয় দুর্বল ব্যাংককে এক হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে সবল তিন ব্যাংক। সবল-দুর্বল ব্যাংকের চুক্তির আওতায় এই অর্থসহায়তা দিচ্ছে সবল তিনটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর গত বুধবার এই তহবিল স্থানান্তর করা হয়।

ঋণ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। ঋণ দিয়ে সহায়তা করা ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।

ঋণ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ রোববার (২০ অক্টোবর) এনটিভিকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও কিছু ব্যাংক এ সহায়তা পাবে। এ বিষয়ে আলোচনা চলছে।

জানা যায়, এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৩২০ কোটি টাকা। এর মধ্যে ২২০ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক ও ১০০ কোটি টাকা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। 
সোস্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক ২০০ কোটি এবং ডাচ বাংলা ব্যাংক ১০০ কোটি টাকা দিয়েছে। ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৯৫ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে ২০ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৭৫ কোটি টাকা। উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়