শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক

তারল্য সংকটে ভুগতে থাকা ছয় দুর্বল ব্যাংককে এক হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে সবল তিন ব্যাংক। সবল-দুর্বল ব্যাংকের চুক্তির আওতায় এই অর্থসহায়তা দিচ্ছে সবল তিনটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর গত বুধবার এই তহবিল স্থানান্তর করা হয়।

ঋণ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। ঋণ দিয়ে সহায়তা করা ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।

ঋণ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ রোববার (২০ অক্টোবর) এনটিভিকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও কিছু ব্যাংক এ সহায়তা পাবে। এ বিষয়ে আলোচনা চলছে।

জানা যায়, এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৩২০ কোটি টাকা। এর মধ্যে ২২০ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক ও ১০০ কোটি টাকা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। 
সোস্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক ২০০ কোটি এবং ডাচ বাংলা ব্যাংক ১০০ কোটি টাকা দিয়েছে। ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৯৫ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে ২০ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৭৫ কোটি টাকা। উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়