শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ১২:৪০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাকশিল্পে স্বস্তি ফিরছে, নতুন অর্ডার আসছে

মহসীন কবির : দেশের পোশাকশিল্পের চলমান অস্থিরতা কাটিয়ে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এ শিল্পটিতে অস্থিরতা বিরাজ করছিলো। বিভিন্ন দাবি চলছিলো আন্দোলন। এ সময় কারখানা ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটেছে। একজন পোশাক শ্রমিককে জীবনও দিতে হয়েছে। এখনও মাঝে মধ্যে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমকিরা, তবে সেটা গুটিকয়েক হতে গোনা। 

শ্রমিকদের পক্ষ থেকে ১৮ দফা দাবি তোলা হয়। সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে তারা ১৮ দফা দাবি মেনে নেওয়ার পর ধীরে ধীরে স্বস্তি ফিরে আসে পোশাক খাতে। দেশের ৯৯ শতাংশ কারখানা বর্তমানে চালু হয়েছে। সার্বিক পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যেও আস্থা ফিরছে।

কারখানাগুলোতে নতুন নতুন অর্ডার ও আগের অর্ডারের কাজ করতে হিমশিম খাচ্ছেন মালিকরা। তাই নতুন কর্মী নিতে নানা জায়গায় বিজ্ঞপ্তিও দিয়েছেন। 

জানা গেছে, আগামী মৌসুমকে কেন্দ্র করে প্রায় কারখানায় আসছে নতুন নতুন অর্ডার। গত মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ অর্ডার বেড়েছে। কারখানা মালিকরা আশাবাদী আগামী মৌসুমে পুরো অর্ডার পাবেন। ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসছে। তারা বাংলাদেশ থেকেই পোশাক নিতে চান। তবে পরিবেশ আরও স্থিতিশীল ও স্থায়ীত্ব চান তারা। এদিকে ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন দেশের দূতাবাস ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজিএমইএ। বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করছে।

নতুন সরকারের প্রতি ক্রেতা দেশগুলোর আস্থা বাড়ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। তাকে বিশ্ববাসী চেনেন। তার প্রতি বিশ্বাস রাখতে পারছেন। তাকে তারা অনুসরণ করেন। তার প্রতি আস্থা থাকায় ক্রেতারা অন্য দেশে যাবে না বলে বিশ্বাস ব্যবসায়ীদের।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিগত সময়ে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নতুন সরকারের কাছে স্থিতিশীলতা ও নীতি সহায়তা চান। একই সঙ্গে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুতের নিশ্চয়তা থাকলে কাজে আরও গতি আসবে। এ ছাড়া পেছনের ধাক্কা কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকেও পাশে চান তারা।

ব্যবসায়ীরা আরও জানান, অস্থিতিশীলতার কারণে অনেক দিন কারখানা বন্ধ ছিল। কিন্তু কর্মীদের বেতন দিতে হয়েছে। এতে অনেক কারখানা রুগ্নের পথে। কারখানা মালিকদের হাতে টাকা নেই। এ ছাড়াও নতুন অর্ডারের কাজ করতে অর্থের প্রয়োজন। এ জন্য সহজ ব্যাংকঋণ চান তারা। এক এলাকায় একটি কারখানায় সমস্যা হলে তা অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। সে জন্য যেসব কারখায় সমস্যা চলছে, তা চিহ্নিত করে সমাধান করা প্রয়োজন।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়- সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন কোনো অস্থিরতা নেই। 

স্পারো অ্যাপারেলসের এমডি ও বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম গণমাধ্যমকে বলেছেন, এখনও ক্রেতারা নজর রাখছে। তারা সতর্কতা অবলম্বন করছে। তবে আগের তুলনায় ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ মৌসুমে ভালো অর্ডার পাওয়া যাবে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, পরিবেশ আগের তুলনায় অনেক ভালো। কারখানাগুলোয় পুরোদমে কাজ চলছে। ক্রেতাদের মধ্যে আস্থা ফিরছে। নতুন নতুন অর্ডার আসছে। আশা করা যায়, আগামী মৌসুমের অর্ডার অন্য দেশে যাবে না। বর্তমান সরকারের প্রতি ক্রেতাদের আস্থা আছে।

এদিকে ক্রেতা ও উৎপাদনকারীর মধ্যে সমন্বয়কারী প্রতিষ্ঠান বাংলাদেশ বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) পরিচালক কিয়াও সেন থাই ডলি বলেছেন, ইতোমধ্যে ক্রেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তাদের থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের প্রতি তাদের আগে থেকেই আস্থা আছে।

বিজিবিএর আরেক পরিচালক সাইফুর রহমান বলেন, বাংলাদেশে কাজের পরিবেশ নেই বলে বিদেশি ক্রেতাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্মে নেতিবাচক প্রচারণা চলছে। এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছে। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক প্রচারণা চালানো দরকার। এ ছাড়াও অনেক কারখানা রুগ্ন হয়ে গেছে, সেগুলোকে দ্রুত সচল করতে ব্যাংকগুলোর সহযোগিতা প্রয়োজন। এসব কারখানা ঠিক না হলে পরিবেশ নষ্ট হবে বলেও মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়