শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ১ শতাংশ নির্ধারণ

রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ১ শতাংশ নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এপ্রিলে এই পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ।

জুলাই এবং আগস্ট মাসে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এসব কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

এডিবি জানিয়েছে, সাম্প্রতিক বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বেসরকারি বিনিয়োগ কমে যাওয়া এবং রাজস্ব আদায় কম থাকায় এডিবি মনে করছে যে, বাংলাদেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন। রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি, সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ। 

বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হবে। কিন্তু এডিবি তার পূর্বাভাস আরো কমিয়ে ৫ দশমিক ১ শতাংশে নিয়ে এসেছে। এর মূল কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, এবং বৈদেশিক বাণিজ্যের ধীরগতি উল্লেখ করেছে সংস্থাটি। চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়