রাশিদ রিয়াজঃ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) সদস্য দেশগুলিতে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে ১৩৮ শতাংশ। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান মেহেদি জেগামি এই তথ্য জানান।
ইরান-ইএইইউ বিজনেস ফোরামে ৩০০টি ইরানি কোম্পানির অংশগ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইএইইউ সদস্য দেশগুলিতে ইরানের পণ্য রপ্তানি ১৩৮ শতাংশ বেড়েছে।
আগামী ৩০ থেকে ৩১ সেপ্টেম্বর আর্মেনিয়া প্রজাতন্ত্রে ইরান-ইএইইউ বিজনেস ফোরামের আয়োজনের কথা উল্লেখ করে উপ-শিল্পমন্ত্রী বলেন, এই ফোরামে তিন শতাধিক ইরানি কোম্পানি এবং রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তান সহ পাঁচটি ইএইইউ সদস্য দেশের কোম্পানি অংশ নেবে। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :