শিরোনাম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ টাকার বেগুন ৮০ টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো : ড. সালেহউদ্দিন আহমেদ

এস. ইসলাম জয় : অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসা বাণিজ্য ও জনসম্পৃক্ত প্রকল্প গুলো চলমান থাকবে।  বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় বড় হয় তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার  (১৩ আগস্ট)  পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

 তিনি বলেন, প্রকল্প  বাস্তবতা ও বরাদ্দ কি হবে এটা নিয়ে আলোচনা হয়েছে।  বাংলাদেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। বাইরের টাকা ইচ্ছে মতো খরচ নয়। স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া কিছু চলবে না।'

বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এটা নিয়ে চিন্তা করার কারণ।  অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে  দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না।  আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না।ক্লাইমেট বিরাট ব্যপারা বন্যা হয় পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। 
প্রকল্পে সমন্বয়হীনতা আছে এটা দূর করতে হবে।

মূল্য স্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, মূল্য স্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যাথা আছে। সাপ্লাই চেইন নেই।  ৬ টাকার বেগুন টাকায় ৮০ টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। কিছু  বন্ধ বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়