শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আম যাচ্ছে চীনের বাজারে

সালেহ ইমরান: [২] চীনের বাজারে প্রবেশাধিকার পেলো বাংলাদেশের আম। বাংলাদেশ থেকে উন্নতমানের তাজা আম আমদানির অনুমতি দিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে দেশটির জেনারেল অ্যাডমিনেস্ট্রেশন অব কাস্টমসের এ অনুমতির কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে পাঠানো আম অবশ্যই রোগবালই ও কীটনাশকমুক্ত হতে হবে বলে শর্ত দিয়েছে তারা। 

[৩] বাংলাদেশ চলতি বছর ৩৮টি দেশে ৩ হাজার ১০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপলী, ফজলি ও ল্যংড়া জাতের আম বেশি রপ্তানি হয়ে থাকে। 

[৪] কৃষি মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের আম রপ্তানি  মৌসুমে (জুন-আগস্ট) বাংলাদেশ ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করেছে, যা আগের বছর ২০২২ সালের চেয়ে এক হাজার টন বেশি। 

[৫] চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে চীনের আম আমদানির বিষয়ে ‘ফাইটোস্যানিটারি শর্তাবলী দিয়ে দুই দেশ গত ২০ জুলাই বেইজিংয়ে একটি প্রটোকল স্বাক্ষর করে। এই ঘোষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের ফলাফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে চীনা কর্তৃপক্ষ। এর মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশের উন্নতমানের আম প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রেও বহুমুখীকরণ ঘটবে। 

[৬] দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা যে পরস্পরের জন্য আরো ইতিবাচক ফল বয়ে আনছে তা চীনা কাস্টমসের এ ঘোষণার মাধ্যমে আরো স্পষ্ট হলো বলে জানায় দেশটির দূতাবাস। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়