আনিস তপন: [৩] শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক।
[৪] প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশের সব সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, গার্মেন্টশিল্প, কলকারখানাসহ বেসরকারী প্রতিষ্ঠানসমূহের নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার।
[৫] বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) রোববার-মঙ্গলবার পর্যন্ত ৫ ঘণ্টা করে চলবে। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
[৬] এর আগে ফরহাদ হোসেন আরও জানান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং সারাদেশের আদালত সমূহের সময়সূচি বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী চলবে।
[৭] কোটা বিরোধী ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করলে সরকার সারাদেশে কারফিউ জারি করে। একই সময় সরকারি-বেসরকারী সব অফিসের নিরাপত্তায় সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :