মনজুর এ আজিজ: [২] দেশব্যাপী কারফিউ ও সাধারণ ছুটিতে ৫ দিন বন্ধ থাকার পর বুধবার সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর এই সময় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ২ দিনের জন্য চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি সংক্রান্ত একটি নির্দেশনা বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে।
[৩] বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর পৌনে ২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনও রেগুলার ভ্যালুর চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।
[৪] আরটিজিএসের লেনদেন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হবে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :