এম এম লিংকন: [২] সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি এই দুই দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
[৩] মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানান, বুধবার থেকে নির্ধারিত শাখার মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে, তাই ব্যাংকগুলোই সিদ্ধান্ত নেবে তারা কোন এলাকায় কোন শাখা খোলা রাখবে।
[৪] কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা ও বেশ কিছু প্রাণহানি ঘটলে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর রোববার থেকে সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেদিন থেকে দেশের সরকারি-বেসরকারি সব ব্য্যাংক বন্ধ রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :