শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদ টাকা তুলতে বিপাকে গ্রাহকরা, এটিএম বুথে টাকার সংকট

টানা অবরোধ ও সরকারি ছুটিতে রাজধানীর এটিএম বুথগুলোতে টাকার সরবরাহ করতে পারছে না ব্যাংকগুলো। একইসঙ্গে ইন্টারনেট না থাকায় বন্ধ রয়েছে বেশকিছু ব্যাংকের এটিএম ট্রানজেকশন। এ অবস্থায় নগদ টাকা তুলতে বিপাকে পড়ছেন ব্যাংকের গ্রাহকরা। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিন এসব এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও এবি ব্যাংকের বুথ থেকে গ্রাহকদের টাকা তুলতে দেখা যায়। তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বুথ বন্ধ রয়েছে। গতকাল (রোববার) গ্রাহকরা ট্রানজেকশন করতে পারলেও কিছু বুথ থেকে আজ টাকা তুলতে পারেননি এমন বুথও দেখা গেছে।
 
মোহাম্মদপুরের বাসিন্দা নিকিতা নুসরাত বলেন, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক। মোহাম্মদপুর শাখার বুথটিতে ইন্টারনেট সংযোগ না থাকায় টাকা তুলতে পারিনি। পরে ব্র্যাকের বুথ থেকে টাকা তুললাম। ১৫ টাকা অতিরিক্ত চার্জ কাটল।

ধানমন্ডির ২৭ নম্বরে কথা হয় গোলাম সারওয়ারের সঙ্গে। তিনি বলেন, গতকাল মার্কেন্টাইল ব্যাংকের এই শাখা থেকে টাকা তুলেছি। আজ এসে দেখি বুথ বন্ধ। নিরাপত্তা কর্মী বলছে টাকা শেষ। এখন অন্য বুথে ট্রাই করতে হবে।
 
টাকা না থাকার কারণ হিসেব নিরাপত্তাকর্মী বলেন, সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ। তা ছাড়া টানা অবরোধের কারণে টাকা সরবরাহ করা যায়নি।
 
ফার্মগেট এলাকার বাসিন্দা সিদ্দীকুর রহমান পাঁচটি বুথ ঘুরে টাকা তুলতে পেরেছেন। তিনি বলেন, কোনো ব্যাংকে নেটওয়ার্ক নেই, কোনো ব্যাংকে টাকা নেই। অনেক ঘুরে টাকা তুলতে হলো। এদিকে বিকাশ কিংবা নগদেও টাকা ট্রানজেকশনে সমস্যা হচ্ছে। টানা কয়েক দিন ঘরে আটকে থেকে মানুষের হাতে নগদ টাকা কমে গেছে। পরিচিত অনেককে দেখলাম টাকা তুলতে না পেরে ধার নিতে বাধ্য হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়