শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

মনজুর এ আজিজ: [২] দেশের চামড়া শিল্পে জড়িত শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেত্রী শামীম আরা, যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েল। 

[৩] সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকদের অসহযোগিতার প্রতিবাদ জানানো হয় ও শিক্ষানবিশকাল ৬ মাস সময়ে এসব শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। এছাড়া গ্রেড-১ ভুক্ত শ্রমিকদের বেতন ৪৩ হাজার ৪৪২ টাকা, গ্রেড-২ ভুক্ত শ্রমিকদের বেতন ৩৭ হাজার ৭৬১ টাকা, গ্রেড-৩ ভুক্ত শ্রমিকদের বেতন ৩২ হাজার ৮৬২ টাকা ও গ্রেড-৪ ভুক্ত শ্রমিকদের বেতন ২৮ হাজার ৬৪০ টাকার প্রস্তাব করা হয়েছে।

[৪] মজুরি বোর্ড ও মালিকপক্ষ আইন ভঙ্গ করছে ও নতুন মজুরি ঘোষণায় গড়িমসি করছে উল্লেখ করে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, নতুন মজুরি নির্ধারণে ২০২৩ সালে একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ডটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১৭ আগস্ট। আগামী ২২ জুলাই অনুষ্ঠিতব্য ষষ্ঠ সভাটিতে এই মজুরি বোর্ডের সময়কাল হবে ১১ মাস ৫ দিন। 

[৫] তিনি বলেন, চতুর্থ সভা পর্যন্ত মালিক পক্ষ মজুরি প্রস্তাব করেনি। সম্প্রতি পঞ্চম সভাটি অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জুন। ওই সভায় মালিকপক্ষ অনেকটা দায়সারা একটি লিখিত প্রস্তাবনা পেশ করে যা প্রকৃতপক্ষে বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক।

[৬] আব্দুল মালেক বলেন, শিল্পখাতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় সাধারণত পরবর্তী সময়ে ৫ বছরের জন্য, ঘোষণা পরবর্তী প্রতিবছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট-এর শর্তসহ। ২০১৮ সালে ঘোষিত ন্যূনতম মজুরি অনুযায়ী হেমায়েতপুর এলাকায় কর্মরত শ্রমিকদের জন্য প্রযোজ্য মজুরি ছিল ১৩,৫০০ টাকা যা প্রতিবছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট যোগ হয়ে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১৭,৫৪৮ টাকা। নতুন মজুরি কাঠামো ঘোষণার জন্য এ পরিমাণের নিচে যেকোনো ধরনের আলোচনাই আইনের পরিপন্থী। 

[৭] দুর্ভাগ্যজনক হলেও সত্য, মালিকপক্ষ কোনো প্রকার বিশ্লেষণ বা ধারণা ছাড়াই পঞ্চম মজুরি বোর্ড সভায় যে প্রস্তাবনা পেশ করেছে তা ১৭,৫৪৮ টাকা থেকে অনেক কম। ফলাফল স্বরুপ, মজুরি বোর্ড অনেকটা বাধ্য হয়েই মালিকপক্ষকে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত আবারও সময় দিয়েছে তাদের প্রস্তাবনা পেশ করার জন্য।

[৮] প্রস্তাবনায় বলা হয়, হেমায়েতপুর এলাকায় ৪ জনের একটি পরিবারের খাবার খরচ ১৯ হাজার ৫৯০ টাকা, মাসিক বাড়ি ভাড়া ৭ হাজার ৫৯৩ টাকা, চিকিৎসা ব্যয় ১ হাজার ৮৫৩ টাকা, শিক্ষা বাবদ খরচ ২ হাজার ৩৩৫ টাকা, অন্যান্য খরচ ৭ হাজার ২৩২ টাকা। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়