শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:২৯ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক সাংবাদিকদের বর্জন অব্যাহত 

এবার অনলাইনে মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক

সালেহ্ বিপ্লব: [২.১] অর্থনৈতিক সাংবাদিকদের বর্জন এড়াতে এবার অনলাইনে মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঐতিহ্যগতভাবে কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করে। মূলধারার গণমাধ্যমের সাংবাদিকরা মুদ্রানীতি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত থাকেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রধান অর্থনীতিবিদ বিভিন্ন নীতিগত বিষয় ব্যাখ্যা করেন। এছাড়া মুদ্রানীতি ও ব্যাংকিং খাতের কর্মক্ষমতা সম্পর্কে চ্যালেঞ্জিং প্রশ্নের জবাব দেন। 

[২.২] তবে এই ঐতিহ্য ভেঙে বাংলাদেশ ব্যাংক ১৮ জুলাই অনলাইনে হালনাগাদের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ইউএনবি

[৩] বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনের পরিবর্তে আগামী ১৮ জুলাই বিকাল ৩টায় মুদ্রানীতি (এমপিএস) অনলাইনে প্রকাশ করা হবে।

[৪.১] কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রতিবাদে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বাংলাদেশ ব্যাংকের সব অনুষ্ঠান বর্জন করে আসছে। 

[৪.২] ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, কেন্দ্রীয় ব্যাংক এর আগে মুদ্রানীতি প্রকাশের সম্মেলন কভার করতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছিলো।

[৪.৩] তিনি বলেন, আমরা এমন কোনো ব্যবস্থা সমর্থন করি না, যেখানে কর্মকর্তাদের অনুমতি পেলেই কেবল সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবেন এবং কথা বলার জন্য একটি সময় নির্ধারণ করে দিতে পারবেন। ইআরএফ এই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে এবং আগের মতোই ঝামেলামুক্ত প্রবেশাধিকারের দাবিতে দৃঢ়প্রতিজ্ঞ।

[৪.৪] তিনি জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকারের দাবি পূরণ না করলে ইআরএফ বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠান বর্জন অব্যাহত রাখবে।

[৫] গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন গভর্নর। তখন গভর্নরের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছিলেন, সিদ্ধান্ত হচ্ছে, সাংবাদিকরা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র (প্রবেশ পাস) নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন। কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন, তারা শুধু সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন। তবে আগের মতো অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে যাওয়া যাবে না।

[৬] গভর্নরের নিষেধাজ্ঞার আগে কেন্দ্রীয় ব্যাংকের সব ভবনের নিচতলায় অভ্যর্থনা বিভাগে রাখা রেজিস্ট্রার বইয়ে পরিচয় লিখে সই করে বিশেষ ‘পাস’ নিয়ে ভেতরে যেতে পারতেন গণমাধ্যমকর্মীরা। অস্থায়ী এ পাস ব্যাংক থেকে বের হওয়ার সময় ফেরত দিয়ে আসতে হত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়