শিরোনাম

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারি বিজ্ঞানীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

এএইচ সবুজ, গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে বিজ্ঞানীদের জন্য বারি উদ্ভাবিত নতুন প্রযুক্তি শীর্ষক সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ জুলাই) ইনস্টিটিউটের সেমিনার রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বারি'র ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অংগ) শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন। এদিকে প্রশিক্ষণে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. ইমরান খান চৌধুরী।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়