শিরোনাম

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলাবতে সবজির বাজারে কিছুটা স্বস্তি বেগুনের কেজি ৬০, ঢেঁড়স ৪৫ 

আলমগীর পাঠান, বেলাব (নরসিংদী): [২] সোমবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

[৩] নাজিরশাই চালের দাম কেজিপ্রতি দাম ৬৮-৭০ টাকা, ২৯ চাউল ৫৩-৫৭ টাকা, কাটারি চাউল ৬০-৬২ টাকা, ২৮ চাউল ৫৩-৫৫টাকা। 

[৪] গরুর মাংসের কেজি ৭৫০-৮০০ টাকা, মহিষের মাংস ৮০০-৮৫০, খাসির মাংস ১১০০ টাকা থেকে ১২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা কেজি। ফার্মের মুরগির  ডিমের হালি ৫২-৫৫, টাকা, হাঁসের ডিম ৬৫-৭০ টাকা।

[৫] পটল ৬০ টাকা কেজি ,করল্লা ১০০-১২০ , ঢেঁড়স ৪৫ -৫০ টাকা, কাঁচামরিচ ২৫০-২৭০ কেজি, কাকরুল ৭৫-৮০, বেগুন ৫০-৬০ টাকা, আলু ৬০-৬৫ দরে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০টাকায়। প্রতি কেজি রসুন ২৪০ টাকায়। আদা ২৫০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়