শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও)

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও ২ জন নারীকে ধর্ষণের ঘটনা ঘটলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, বাসটির হেল্পার এবং সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাস যাত্রা শুরু করে। চন্দ্রা থেকে কয়েকজন নতুন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইলে পৌঁছালে ওই যাত্রীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের কাছ থেকে সব মালামাল লুট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর মির্জাপুর এলাকায় ডাকাতরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

একজন ভুক্তভোগী জানান, তার কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। গাড়িতে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগীদের দাবি, ড্রাইভার এবং হেল্পারও ডাকাতদের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বাসটিকে থামিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়