শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

মোহাম্মদপুরে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- সাবিনা আক্তার (২২) ও মোছাঃ রিনা বেগম (৩৯)। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ  অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

বুধবার ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ  অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিং, বাড়ী নং-১০, রোড নং-০১, ব্লক-এ এর একটি  ফ্ল্যাটে দুই  নারী মাদক কারবারি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র,  চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম  সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়