মাসুদ আলম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রমজান মিয়া, মোঃ জাহিদ ইসলাম ও মোঃ নুরুল হক ।
রোববার শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে কতিপয় মাদক কারবারি মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সকালে ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রমজান, জাহিদ ও নুরুলকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দশ লাখ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজের কাছে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :