গত ১৯ জুলাই, রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত রিক্শাচালক ইসমাইলের ৩টি ভিডিও ক্লিপ যমুনা টিভির হাতে এসেছে। সম্প্রতি, সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। তাতে দেখা যায়, ইসমাইল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন হাসপাতালের সিঁড়িতে। শহীদ ইসমাইলের স্ত্রী'র মামলায় বলা হয়, দুপুর ৩টা নাগাদ তিনি পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন।
রাজধানীর রামপুরায় চিকিৎসা না পেয়ে এক রিকশাচালকের মৃত্যুর ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন রিকশাচালক ইসমাইল। রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে হাসপাতালের গেটে পৌঁছান তিনি এবং নিরাপত্তাকর্মীদের কাছে সহায়তা চান। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালের সিঁড়িতেই মারা যান ইসমাইল।
ছয় মাস পর ইসমাইলের সাহায্য প্রার্থনার ছবি একজন ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই হৃদয়বিদারক ছবি ব্যাপক শেয়ার হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
এরপর তদন্তে নেমে হাতিরঝিল থানা পুলিশ শুক্রবার বিকেলে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের ওই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে।
ওসি মোহাম্মদ রাজু জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো মামলা হবে, নাকি পুরনো কোনো মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
আপনার মতামত লিখুন :