শিরোনাম
◈ আদমদীঘিতে ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নিচ্ছেন বৈষম্যবিরোধী পরিচয়ে প্রতিনিধিরা! ◈ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা ◈ দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত ◈ ২০ সেকেন্ডে তালা কেটে ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করেও শেষ রক্ষা হলো না (ভিডিও) ◈ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর ◈ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দ্য প্রিন্টের সম্পাদকের খোলা চিঠি (ভিডিও) ◈ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতার সাক্ষাৎ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

২০ সেকেন্ডে তালা কেটে ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করেও শেষ রক্ষা হলো না (ভিডিও)

মাসুদ আলম : রাজধানীর ধানমণ্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ। 

গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)। 

বৃহস্পতিবার থেকে শনিবার  পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া  ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেব,  ৩ জানুয়ারি দুপুর ১ টায় ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’(দোকান নং ১৪ ও ১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায়  শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ আটাশ হাজার আটশত টাকা। 

তিনি আরও বলেন, এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত আরম্ভ করে। গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেঁটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। চক্রটির দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরী করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এছাড়া আরো কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি  অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার হতে চট্টগ্রাম আসার পথে মোঃ রুবেল (২৮) নামে একজনকে আটক করা হয়।  তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেল (৩৬) কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে  ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ কর্তৃক চুরির ঘটনায় জড়িত মোট তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক সর্বমোট ৫০ ভরি আট আনা চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।  

ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে নিবিড় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। চক্রটি ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়