মাসুদ আলম : মতিঝিলে ডাকাতির প্রস্তুতি মামলায় দুর্ধর্ষ ছিনতাইকারী এল এক্স সবুজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- এল এক্স সবুজ ( ২২), মোঃ সেলিম মিয়া (৩৩) ও মোঃ আরিফুল ইসলাম হৃদয় (১৯)।
বুধবার গভীর রাতে মতিঝিল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় দুর্ধর্ষ ডাকাত মোঃ আব্দুল হান্নান (৪৫), মোঃ খোকন সরদার (৫০) ও মোঃ সোলেমান মৃধা (২০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছিল। উক্ত মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত থাকায় এল এক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত এল এক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুতবিচার আইনে চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :