সুজন কৈরী: [২] কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার এই মামলা দায়ের করা হয়েছে।
[৩] শনিবার নিউমার্কেট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত ১৬ জুলাই সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় এসব মামলা হয়েছে।
[৪] এরমধ্যে একজন শিক্ষার্থী এবং একজন হকারের মৃত্যুর ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা এবং সায়েন্সল্যাব মোড়ের পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। এসব মামলায় আইন অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/একে